হংকংকে বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান

সিল্কসিটি নিউজ ডেস্ক : 

হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে ভারতের সঙ্গে সুপার ফোরে খেলা নিশ্চিত করল পাকিস্তান।

রোববার সুপার ফোরের ম্যাচে ফের দেখা হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের।

এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান হেরে যায় ভারতের বিপক্ষে। শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংকে হারিয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করে পাকিস্তান।

শুক্রবার আবর আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ‘অঘোষিত ফাইনাল’ ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ২ উইকেটে ১৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ৫৩ রান করেন ফখর জামান। শেষ দিকে মাত্র ১৫ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন খুশদিল শাহ।

টার্গেট তাড়া করতে নেমে শাদাব খান ও মোহাম্মদ নওয়াজের স্পিন আর নাসিম শাহর গতির মুখে পড়ে ১০.৪ ওভারে ৩৮ রানেই অলআউট হয় হংকং।

সূত্র : যুগান্তর