স্মার্ট গ্লাস বানাচ্ছে ফেসবুক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবার অগমেন্টেড রিয়ালিটি গ্লাস বানানোর লক্ষ্যে কাজ করছে ফেসবুক। ওয়াশিংটনের রেডমন্ডে ফেসবুক রিয়ালিটি ল্যাবসে কয়েক বছর ধরে এটি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

যদিও এর আগে বেশ ঘটা করে এসেছিল গুগল গ্লাস। খুব বেশি জনপ্রিয়তা কুড়োতে পারেনি তারা।

ফেসবুকের স্মার্ট গ্লাসটি বানাতে কিছু বাধার মুখে পড়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি। এজন্য এখন অন্য প্রতিষ্ঠানের সাহায্য চাচ্ছে তারা। ডিভাইসটি পুরো প্রস্তুত করতে সানগ্লাস ব্যান্ড রে-ব্যানের মূল প্রতিষ্ঠান লুক্সোটিকার সঙ্গে অংশীদারিত্ব করেছে ফেসবুক।

বিষয়টির সঙ্গে জড়িত এক ব্যক্তির বরাত দিয়ে সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে গ্রাহকের জন্য ডিভাইসটি পুরোপুরি প্রস্তুত করবে লুক্সোটিকা। অভ্যন্তরীণভাবে এই ডিভাইসটির সাংকেতিক নাম বলা হচ্ছে অরিওন। স্মার্টফোনের বদলি হিসেবে ব্যবহারের লক্ষ্যেই এটি বানাচ্ছে ফেসবুক।

গ্লাসটির মাধ্যমে কল করতে পারবেন গ্রাহক। এছাড়া ছোট পর্দায় বিভিন্ন তথ্য দেখানো হবে এবং সামাজিক মাধ্যমে ভিডিও লাইভ স্ট্রিম করতে পারবেন গ্রাহক। এর পাশাপাশি একটি এআইনির্ভর ভয়েস অ্যাসিস্টেন্ট বানাচ্ছে ফেসবুক।