স্মার্টফোনের জন্য শাওমির পকেট প্রিন্টার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনা নির্মাতা শাওমি এবার সরাসরি স্মার্টফোন থেকেই ছবি প্রিন্ট করার জন্য প্রিন্টার এনেছে।

অন্যান্য ক্ষুদ্র প্রিন্টারের মত এটি কালিবিহীন জিংক পেপার প্রযুক্তির নয়, বরং সরাসরি কালিকে বাষ্পে পরিণত করে কাজ করে। যার ফলে প্রিন্টারটি অন্যান্য ক্ষুদ্র প্রিন্টারের চেয়ে অনেক ভালোমানের ছবি উপহার দিতে সক্ষম।

প্রিন্টারটি ৫ দশমিক ৪ সেন্টিমিটার বাই ৮ দশমিক ৬ সেন্টিমিটার সাইজে প্রিন্ট করতে সক্ষম। রেজুলেশনের দিক থেকেও এটি পিছিয়ে নেই। ৩০০ ডিপিআই রেজুলেশনে ছবি প্রিন্ট করতে সক্ষম এ ডিভাইস।

এছাড়াও প্রিন্টারটি পুরোটাই হাতে বা পকেটে রেখে দেয়া সম্ভব। ইঙ্কজেট প্রযুক্তির হবার ফলে ছবিগুলো সময়ের সঙ্গে নষ্টও হয়ে যাওয়ার আশঙ্কা নেই, যে সমস্যা জিংক পেপার প্রযুক্তির প্রিন্টারে রয়েছে।

 

প্রিন্টারটি স্মার্টফোনের সঙ্গে ওয়াইফাই এর মাধ্যমে সংযুক্ত হবে। ছবি প্রিন্টের পাশাপাশি প্রতিটি ছবির সঙ্গে ভিডিও লিংক করে দিতে পারবে এটি, ফলে ছবি দেখার সময় সেটি ফোনের অ্যাপে স্ক্যান করলে ভিডিও দেখা যাবে। ফিচারটি এর আগে পোলারয়েড প্রিন্টারে যুক্ত করা হয়েছিল।

ডিভাইসটির মূল্যের ব্যাপারে কিছু জানা না গেলেও ২০০ ডলারের আশপাশে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।