স্বচ্ছতা-জবাবদিহিতায় নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক:

শাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির জন্য নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।



নগরীর কাজিহাটার এনজিও ফোরমের ট্রেনিং রুমে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) শুরু হয়ে চলে রোববার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত।

এসময় উপস্থিত থেকে বিভিন্ন সেশান পরিচালনা করেন- বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সস্টিটিউট (বিইআই) এর প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর (অবসর) হুমায়ূন কবীর, মহাপরিচাক মুহাম্মদ হুমায়ূন কবীর, ডেপুটি ডাইরেক্টর আশীষ বনিক, প্রকল্প সমন্বয়কারী আজিজুর রহমান।

প্রসঙ্গত, তিনদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় ২১ অংশগ্রহণ করে। এসময় শাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সক্ষমতা নিয়ে আলোচনা করা হয়।

স/আ