স্পেনে দুই মাস পর মৃত্যু নামল একশ’র নিচে

স্পেনে টানা দুই মাস পর প্রথমবারের মতো মৃত্যুর সংখ্যা নেমেছে একশ’র নিচে। রোববার দেশটিতে মাত্র ৮৭ জন করোনায় মারা গেছেন বলে জানিয়েছে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর-বিবিসি।

করোনাভাইরাস মহামারী ইউরোপের যে দেশগুলোতে সবচাইতে মারাত্মক আকার নিয়েছিল তার অন্যতম হচ্ছে স্পেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৮৭ জন। যা আগের দিনের তুলনায় কম। শনিবার দেশটিতে প্রাণহানির এই সংখ্যা ছিল ১০২।

স্পেনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৭ হাজার ৬৫০ জনের মৃত্যু হয়েছে। আর সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৩৬০ জন।

চীনের উহান শহরের একটি প্রাণী বাজার থেকে করোনা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত বিশ্বের ১৮৮ টি দেশ ও অঞ্চলে করোনা ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৪৪ হাজার ৬৪১ জন। আর এতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৭২৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ লাখ ২৬ হাজার ৬২৪।