স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন তোলা ট্রেন্ড হয়ে গেছে : তামিম ইকবাল

ক্যারিয়ারের শুরুতে তামিম ইকবালকে দেখা যেত তেড়েফুঁড়ে মারতে। কখনো রান পেতেন আবার কখনো আউট হয়ে যেতেন। সেই তামিম এখন দেশের সেরা ওপেনার। বয়সের সঙ্গে দায়িত্বও বেড়েছে। দল তাকে যে নির্দেশনা দেয়, সে অনুযায়ী মাঠে পারফর্ম করেন। তবে গত বছরখানেক ধরে তার পারফর্মেন্সের বড় সমালোচনা হলো স্ট্রাইকরেট। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে তামিমের স্ট্রাইকরেটটা ঠিক যায় না বলে অনেকর মত। এবার এ বিষয়ে মুখ খুললেন তামিম ইকবাল।

ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে দেওয়া সাক্ষাৎকারে স্ট্রাইকরেট নিয়ে প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘স্ট্রাইকরেটের ব্যাপারে প্রশ্ন করা এখন ট্রেন্ড হয়ে গেছে। আগামীকাল হয়তো আরেকটা নতুন ট্রেন্ড দাঁড়িয়ে যাবে। আপনি ১০ বছর পেছনে ফিরলে তখনও কোনো না কোনো ট্রেন্ড ঠিকই খুঁজে পাবেন। আগে যেমন ট্রেন্ড ছিল, কেউ বড় দলগুলোর বিপক্ষে ২-৩টা বড় ম্যাচ জেতালেও বারবার বলা হতো, সে তো রক্ষণাত্মক অধিনায়ক। এখন ট্রেন্ড হলো, যেকোনো ব্যাটসম্যানকে তার স্ট্রাইকরেটের বিষয়ে প্রশ্ন করা।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আরও বলেন, ‘দল যদি আমার স্ট্রাইকরেটের সুফল পায়, সেটা হোক ১১০ কিংবা ১৫০; তাতে আমার কোনো সমস্যা নেই। যখনই আমার মনে হবে যে, আমি কিছু ভুল করেছি বা আমার কারণে দলের সমস্যা হয়েছে, তাহলে সবার আগে আমিই সেই অভিযোগ মেনে নেব। কখনও এর পক্ষে যুক্তি দেব না। এমন অনেক সময়ও আছে, যখন আমার দলের চাওয়াই থাকে এমন (ধীর ব্যাটিং) খেলা। তবু আমাকে এসব প্রশ্নের (স্ট্রাইকরেট বিষয়ক) দিতে হয়। যা খুবই হতাশার।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফের প্রসঙ্গে এনে তামিম বলেন, ‘’ঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সেমিফাইনাল (এলিমিনেটর) ম্যাচে আমরা খুব ধীর শুরু করেছিলাম এবং শুরুতে দুইটা উইকেটও হারিয়েছিলাম। তবু আমার মনে হয় যে, আমরা কিছু ঝুঁকি নিতে পারতাম যেটা আমরা নেইনি। ম্যাচের পর আমি নিজ থেকেই স্বীকার করেছি যে, হ্যাঁ! আমরা ধীর খেলেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে আমার মতে, আমার অনেক উন্নতি হয়েছে। আমি মনে করি, ওয়ানডে ও টেস্টের তুলনায় টি-টোয়েন্টিতে সে অর্থে তেমন কিছু অর্জন করতে পারিনি।’

 

সুত্রঃ কালের কণ্ঠ