‘স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোটের সময় হয়নি’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে দ্বিতীয়বার গণভোটের সময় এখনো হয়নি। ব্রেক্সিট নিয়ে আলোচনার ফলাফল না জেনেই দ্বিতীয়বার গণভোট হবে জনগণের জন্য অন্যায্য। বৃহস্পতির ব্রিটিশ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন সোমবার জানিয়েছেন, ভয়ংকর ব্রেক্সিট ওদেশের স্বাধীনতা—এ দুয়ের মধ্যে স্কটল্যান্ডের জনগণকে অবশ্যই পছন্দ করার সুযোগ দিতে হবে। স্কটিশদের স্বার্থ সুরক্ষার জন্য গণভোটের প্রয়োজন আছে। ওয়েস্টমিনস্টার যাতে গণভোটের ব্যবস্থা করে, সে জন্য অনুরোধ করতে তিনি স্কটিশ পার্লামেন্টে মঙ্গলবার বিষয়টি তুলবেন। ‘বেশি দেরি’ হয়ে যাওয়ার আগেই ২০১৮ সালের শরৎ ও পরের বছরের বসন্তের মধ্যে যে কোনো এক সময় এই গণভোট আয়োজন করতে চান তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী এর জবাবে বৃহস্পতিবার বলেছেন, ‘এ মুহূর্তের বিভাজন নয়, আমাদের একসঙ্গে কাজ করা উচিৎ। স্কটল্যান্ডের জন্য, ব্রিটেনের জন্য সঠিক চুক্তিটি করতে আমাদের একসঙ্গে কাজ করা উচিৎ। প্রধানমন্ত্রী হিসেবে এটা আমার দায়িত্ব এবং এই কারণে আমি এসএনপিকে (স্কটিশ ন্যাশনাল পার্টি) বলব, এখনো সময় হয়নি।’

তিনি বলেন, এই মুহূর্তে এই ইস্যুর দিকে নজর দেওয়া অন্যায্য। কারণ এ ধরণের কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতো প্রয়োজনীয় তথ্য জনগণের কাছে না থাকার সম্ভাবনা রয়েছে।’

সূত্র: রাইজিংবিডি