সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য চিন্তিত ববিতা

সৌমিত্র চট্টোপাধ্যায় অসুস্থ। তাঁর অসুস্থতার খবরে মন খারাপ তাঁর সহশিল্পী বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতনামা অভিনয়শিল্পী ববিতার। সোমবার সকালে তাঁর এই মন খারাপের কথা জানান। বলেন, দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

ববিতা বললেন, ‘বিভিন্ন পত্রিকায় সৌমিত্র’দার অসুস্থতার খবর শুনছি। আজ তো এমনও শুনলাম, তাঁকে ভেন্টিলেশনে সাপোর্ট দেওয়া হতে পারে। এসব শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। কত স্মৃতি আমাদের!’

১৯৭৩ সাল ববিতার অভিনয়জীবনের সেরা বছর। ওই বছরই ববিতা অভিনীত সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবিটি মুক্তি পায়। এই সিনেমায় তিনি সৌমিত্রর স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। প্রশংসিত হন দেশ-বিদেশে।

‘অশনি সংকেত’ ছবির শুটিংয়ের সময়ের স্মৃতিচারণ করে ববিতা জানালেন, ”অশনি সংকেত’ ছবির পরও সৌমিত্রর সঙ্গে তাঁর যোগাযোগ বেশ আন্তরিক ছিল। যখনই বাংলাদেশে কোনও কাজে আসতেন, কথা হতো। দেখাও হতো। খুব অসাধারণ সময়ও কাটত।

ববিতা বললেন, ‘অসুস্থতার খবরে কত কী যে মনে পড়ছে। তবে শুধু একটা কথাই বলব, ফিরে আসুন সৌমিত্র দা। সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসুন। আপনার জন্য আমরা সবাই অপেক্ষা করছি।’

ববিতা আরও জানালেন, ‘মনের দিক দিয়ে সৌমিত্র দা বেশ শক্ত। আমি তো শুনলাম, এই করোনার মধ্যেও নাকি তিনি সপ্তাহ দু-এক আগে শুটিং করছিলেন।’

তবে ববিতা নিশ্চিত এই অসুখ থেকে সৌমিত্র ঠিকই ফিরে আসবেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ