সৌদি যুবরাজ সালমানকে রুশ প্রেসিডেন্টের ফোন

সিল্কসিটি নিউজ ডেস্ক:

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি দুই নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে। স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদন বলেছে, ফোনে মোহাম্মদ বিন সালমান ও ভ্লাদিমির পুতিন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে আলাপ করেন। এ সময় নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনসহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা উন্নয়নমূলক বিষয় উঠে আসে।

তবে ক্রেমলিন জানিয়েছে, দুই নেতার ফোনালাপে তেলের বাজার বিষয়ক আলোচনা বিশেষ গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি সৌদি সফর করেন। তিনি যেতে না যেতেই অল্প সময়ের ব্যবধানে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করলেন পুতিন। চলতি সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্ট পুতিন তেহরান সফর করেন। সূত্র : আমাদের সময়

এএইচ/এস