সোশ্যাল মিডিয়া বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

নিজের অ্যাজেন্ডাকে সমর্থন করে না এমন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প প্রশাসনের এ ধরনের হুমকিতে সামাজিক যোগাযোগের মাধ্যমেগুলোর কর্তাব্যক্তিরা থ হয়ে গেছেন। অন্যদিকে ট্রাম্প চান, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন, অথবা সেগুলো বন্ধ করে দেবেন।

ট্রাম্পের পরামর্শ, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো যেন নিজেদের কার্যক্রম ঠিক রাখে, এখনই! তবে ট্রাম্পের এসব দাবি, মার্কিন সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

গত বুধবার ট্রাম্প টুইট করে লেখেন, রিপাবলিকানরা মনে করে, সোশ্যাল মিডিয়া রক্ষণশীলদের কণ্ঠ একেবারে স্তব্ধ করে দেয়। আমরা তাদের (সোশ্যাল মিডিয়া) কঠোরভাবে নিয়ন্ত্রণ করবো অথবা বন্ধ করে দেবো, যে কোনো কিছু ঘটার আগেই। আমরা জানি ২০১৬ সালে তারা কী ধরনের পদক্ষেপ নিয়ে সফল হয়নি। আমরা পুনরায় সে চেষ্টা করার সুযোগ দেবো না।

এদিকে ট্রাম্প এর আগেও টুইট করে ভোট জালিয়াতির ব্যাপারে ভিত্তিহীন তথ্য দিয়েছেন। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের চেয়ে ২৮ লাখ ভোট বেশি পেয়েছিলেন হিলারি ক্লিনটন। তবে ইলেক্টরাল ভোটে তিনি হেরে যান।

 

সুত্রঃ কালের কণ্ঠ