সোনা শুধুই সোনা নয়, ওষুধও। মারতে পারে শরীরের ভাইরাস, দাবি গবেষণায়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিজ্ঞানীরা সোনার এমন কণিকার সন্ধান পেয়েছেন যা মানব শরীরকে মারাত্মক ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারে। সোনার সেই ন্যানোপার্টিকেলস মানবদেবের কোষের মধ্যে ঢুকে খতম করতে পারে ভাইরাস। আর এই গবেষণার ফলে এমন ওষুধ তৈরি সম্ভব যা একাই এইচআইভি, ডেঙ্গি, ইবোলার মতো মারাত্মক ভাইরাসকে খতম করে দিতে পারে।

‘দ্য হেল্‌থ সাইট’ নামে এক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিজ্ঞানীদের দাবি, কোনও রাসায়নিক উপাদান মানবদেহের কোষের মধ্যে প্রবেশ করে ভাইরাসের সঙ্গে লড়াই করলে ওই কোষের ক্ষতি করে। এখনও পর্যন্ত এটাই ভাইরাস ধ্বংস করার পদ্ধতি। কিন্তু সোনার ন্যানোপার্টিকেল মানবদেহের কোনও ক্ষতি করে না। এমনটাই জানিয়েছেন সুইৎজারল্যান্ডের ইপিএফএল নামের গবেষণা সংস্থার প্রধান ফ্রান্সেসকো স্তেলাচি।