সোনামসজিদ স্থলবন্দরে করোনা শনাক্তে কাজ করছেন চিকিৎসকরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনে করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে তিন সদস্যের একটি চিকিৎসক দল ভারত থেকে আগত যাত্রীদের পরীক্ষার কাজ শুরু করেছে।

দেশের অন্যান্য বন্দরে সোমবার থেকে এ কার্যক্রম চালু হলেও সোনামসজিদ বন্দরে মঙ্গলবার দুপুর থেকে এ পরীক্ষার কাজ শুরু করেছে চিকিৎসক দল।

জানা যায়, বন্দরগুলোতে মেডিকেল দল কাজ করলেও সোনামসজিদ স্থলবন্দরে সোমবার করোনাভাইরাস শনাক্তকরণে কোনো উদ্যোগ নেয়া হয়নি।

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ২৫০ জন পাসপোর্টধারী যাত্রীসহ প্রায় ৪০০ ট্রাকচালক প্রবেশ করেন। এদের মধ্যে শুধু পাসপোর্টধারীদের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকলেও ট্রাকচালকদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই।

ভারতের মহদীপুর ইমিগ্রেশনে এ ধরনের কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে ভারত থেকে আগত যাত্রীরা জানিয়েছেন।

ভারতীয় ট্রাকচালক ও খালাসিদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি বন্দর সংশ্লিষ্টদের।

শিবগঞ্জ উপজেলার নামোটিকরী উপ-স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার স্থলবন্দরে কর্তব্যরত মেডিকেল দলের প্রধান ডা. তসিকুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা মোতাবেক ভারত থেকে আসা যাত্রীদের কাছ থেকে মৌখিকভাবে শুনে ও প্রথমে লক্ষণ দেখে প্রাথমিক পরীক্ষা করে ছেড়ে দিচ্ছি।

তবে করোনাভাইরাস পরীক্ষার কোনো যন্ত্রপাতি সোনামসজিদে না থাকায় যাত্রীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমেই আক্রান্ত কিনা তা চেষ্টা করা হচ্ছে।

এ ছাড়া করোনাভাইরাসের সিমটমের সঙ্গে কোনো যাত্রীর মিল থাকলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কোনো যাত্রী পাওয়া যায়নি বলে চিকিৎসক জানিয়েছেন।