সোনামসজিদ বন্দরে ভারতীয় ট্রাকে আগুন, চালক-হেলপার দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় চাল ভর্তি ট্রাকের কেবিনে আগুন লেগেছে। এ ঘটনায় চালক ও হেলপার দগ্ধ হয়েছেন। সোমবার রাতে স্থলবন্দরের পানামা ইয়াডের ভিতরে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ভারতের মালদা জেলার ইংলিস বাজার থানার রাজবাড়ি গ্রামের ট্রাকচালক রাজ পদ্দার ও একই থানার কুড়াইতলা গ্রামের হেলপার বিশ্ব বশাক।

পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার বেলাল হোসেন ও সমন্নয়ক টিপু সুলতান জানান, রাত সাড়ে ৯টার দিকে ভারতীয় একটি চালভর্তি ট্রাকের (ডব্লিউ-বি-৬৫-৩০৬৭) কেবিনে চালক ও হেলপার কেরোসিন স্টোভে রান্না করছিলেন। এসময় স্টোভ থেকে ট্রাকে আগুন লেগে যায়।

এতে ট্রাকচালক রাজপদ্দার ও হেলপার বিশ্ব বশাকের পা পুড়ে যায়। পরে পানামা কর্তৃপক্ষ ৯টি অগ্নি-নির্বাপক সিলিন্ডার ব্যবহার করে দ্রুত আগুন নিভাতে সক্ষম হয়। আহতদের চিকিৎসা দিয়ে রাতেই দ্রুত ভারতে পাঠানো হয়।

তারা আরও জানান, পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড কর্তৃপক্ষ পূর্ব থেকেই মাইকে প্রতিদিন ভারতীয় ট্রাকচালকদের উদ্দেশে গাড়ির কেবিনে/গাড়ির নিচে রান্না না করার ঘোষণা দেন। তারপরও ভারতীয় ট্রাকচালকরা গাড়ির কেবিনে/গাড়ির নিচে রান্না করে থাকেন।

স/আ