সেদিন বিকেলে ক্রিকেট কন্যা মারিয়া

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

গাড়িতে বসে রূপসজ্জায় শেষ আঁচড়টুকু দিয়ে নিচ্ছেন মারিয়া নূর। প্রথম দফা ছবি তোলার জন্য ফর্মাল ড্রেস পরেছেন তিনি। বোঝা যাচ্ছে ওজন কমিয়েছেন। এজন্য অধ্যবসায় আছে তার। ছয় মাস ধরে ভাত খান না তিনি।

‘আমার সকালের নাস্তায় থাকে ব্রাউন ব্রেড অথবা ডিম দিয়ে রুটি। দুপুরে ফ্রুটসের মধ্যে থাকি। রাতে একটু চিকেন খাই। মাঝে অসুস্থতার কারণে ঘরে থাকায় মোটা হয়ে গিয়েছিলাম। আসলে কাজের মধ্যে না থাকলে এমনিতেই স্বাস্থ্য বেড়ে যায়’- বললেন মারিয়া।

 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকার প্রকৃতির মাঝে বাংলানিউজের সঙ্গে আড্ডা দিয়ে গেলেন ‘ক্রিকেট কন্যা’ মারিয়া। ফেসবুকে তার প্রোফাইলের পরিচিতিতে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করার তালিকা পাওয়া যায়। বেশিরভাগই ক্রিকেট বিষয়ক। এর মধ্যে আছে ‘ক্রিকেট এক্সট্রা’, ‘ক্রিকেট ব্ল্যাস্ট’, ‘ক্রিকেট দ্য গ্লোব’।

 
-‘বাংলাদেশের ক্রিকেট মানেই মারিয়া… এ ভাবনাটা সবার মাথায় রাখতে চাই আমি। তাই ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানকে প্রাধান্য দিয়ে থাকি।’

বলতে বলতে ফটোসেশনে বৈচিত্র আনতে গাড়ির পেছনের অংশের ওপর উঠে বসলেন মারিয়া। হঠাৎ তার সামনে দিয়ে ক্ষুদ্র একটা পোকা উড়ে গেলো। ক্যামেরায় ক্লিক পড়তেই জানতে চাইলেন, ‘পোকা ধরা পড়েছে?’

 

পোকা ভয় পান নাকি?
-‘না’।
কীসে ভয় পান?
-‘সাপ!’
তাহলে তো নিশ্চয়ই ‘অ্যানাকোন্ডা’ দেখেননি?
-‘ওরে বাবা! মাথা খারাপ!’

মারিয়ার প্রোফাইলের পরিচিতিতে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি আলাদাভাবে চোখে পড়ে এবিসি রেডিওর প্রাক্তন আরজে থাকার বিষয়টি। এখান থেকেই মূলত তার জনপ্রিয়তার শুরু।
রেডিও মিস করেন না?
‘অনেক মিস করি। মাঝে একটি নতুন রেডিও আর একটি জনপ্রিয় রেডিও স্টেশনের সঙ্গে আলোচনাও হয়েছিলো। কিন্তু নতুন রেডিওটি আসার আগেই বন্ধ হয়ে যাওয়ায় দুটোই বাদ দিয়েছি।’

সূত্র: বাংলা নিউজ