সেতু ডাক্তার হতে চায়

নিজস্ব প্রতিবেদক:
সুমাইয়া জাহান সেতু ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এস এস সি) অংশগ্রহণ করে জিপিএ-গোল্ডেন প্লাস লাভ করেছে। সেতু মচমইল বহমুখী উচ্চ বিদ্যালয়,বাগমারা থেকে এই সাফল্য অর্জন করে।

 
সেতু তার পিতা মোঃ সামসুদ্দীন প্রাং নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক , তার মা মোসা: ফরিদা পারভীন। সেতু তার পিতার- মাতার প্রথম সন্তান। সে রাজশাহী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনুর ইসলাম সজলের ভাগনি।

 
সে ২০১৫ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জিএসসি) পরীক্ষাতেও জিপিএ-৫ সহ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল।

 
তার এই অভাবনীয় সাফল্যের পেছনে বিদ্যালয়ের সকল শিক্ষক ও মা-বাবার পরিবারের সকল সদস্য বিশেষ করে মামাদের এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজ ( সেতুর মামা), মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ( সেতুর মামা) রতনসহ সবার অনেক অনেক অনুপ্রেরণা রয়েছে। তার এই ফলাফলে সকলেই গর্বিত।

 
সে আগামীতে দেশ বরেণ্য ডাক্তার হয়ে সকলের সেবা করতে চায়। সেতু সকলের নিকট দোয়া প্রার্থী।

স/শ