সেই মাহাতাবের হয়ে ‘সিল্কসিটি নিউজ’র সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা

নিজস্ব প্রতিবেদক:

বহুল বিতর্কিত মোটর শ্রমিক নেতা মাহাতাব হোসেনের হয়ে এবার সিল্কসিটিনিউজ’র সম্পাদক রফিকুল ইসলামের নামে মানহানী মামলা করা হয়েছে।

বুধবার দুপুরে রাজশাহীর আদালতে মামলাটি করেন রাজশাহীর মোটর শ্রমিক ইউনিয়নের যুগ সাধারণ সম্পাদক গাজী বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় আসামি করা হয়েছে সিল্কসিটিনিউজ’র সম্পাদক রফিকুল ইসলাম ও খবর ২৪’র চেয়ারম্যান নজরুল ইসলাম জুলুকে।

মামলার বিষয়টি সিল্কসিটি নিউজকে নিশ্চিত করেছেন রাজশাহী আদালতের পিপি অ্যাড: আব্দুস সালাম।

মামলায় স্বাক্ষী করা হয়েছে বিতর্কিত কাউন্সিলর ও মোটর শ্রমকি নেতা মাহাতাব হোসেন, বিএনপি নেতা গোলাম মোস্তফা মামুনসহ কয়েকজনকে। মামলাটি নগরীর রাজপাড়া থানা পুলিশকে তদন্ত দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, মেলার নামে রাজশাহীতে জুয়ার আসর বসিয়ে কোটি টাকার বাণিজ্য, বাসস্ট্যান্ডে জুয়ার আসর বসিয়ে বাণিজ্য, বাসস্ট্যান্ড দখল, প্রকাশ্যে পা টিপে নেওয়া, জুয়াড়ি ও মাদকসেবিকে থানা থেকে ছাড়িয়ে আনতে গিয়ে পুলিশের হাতে লাঞ্চিত হয়ে বাস ধর্মঘট ডেকে জনদুর্ভোগ সৃষ্টি করা, কবরস্থানের গাছ কেটে লোপাট করাসহ কাউন্সিলর মাহাতাবের বিরুদ্ধে সিল্কসিটি নিউজ বিভিন্ন গণমাধ্যমে একের পর এক খবর প্রকাশ হয়েছে।

তার এসব অপকর্মের কারণে গত ৩০ জুন রাজশাহী মগানগর আওয়ামী লীগ মাহাতাব হোসেনকে শোকজ করে। এতে ক্ষিপ্ত হয়ে সে সিল্কসিটি নিউজের বিরুদ্ধে মামলা করে।

স/আর