সেই প্রণবকে তুলে নিয়ে গেল পুলিশ!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্কুল ক্রিকেটে এক ইনিংসে হাজার রান করে রেকর্ড করেছিলেন তিনি। ভারতের মুম্বাইয়ের প্রণব ধানাওয়াড়ের কথাই বলা হচ্ছে। এ বছর জানুয়ারিতে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৬ ভান্ডারি ট্রফি আন্তস্কুল ক্রিকেট টুর্নামেন্টে এক ইনিংসে ১০০৯ রান করে রেকর্ড গড়েছিলেন এই তরুণ। অথচ তাঁকেই তুলে নিয়ে গেছে পুলিশ।

 

ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রতিদিনের মতোই কল্যাণের সুভাষ ময়দানে প্রণব ও তাঁর বন্ধুরা বিকেলে অনুশীলন করছিলেন। ঠিক সে সময় দুই পুলিশ সদস্য এসে তাঁদের সেখান থেকে চলে যেতে বলে। অনুশীলন শেষেই চলে যাবেন বলে পুলিশকে জানান প্রণব। কথাটা শুনেই ক্ষুব্ধ হয়ে ওঠেন পুলিশ সদস্যরা। শুধু তাই নয়, গালাগাল করেন এবং চড়-থাপ্পড় মরেন তাঁকে। তা দেখে এগিয়ে আসেন প্রণবের বাবা প্রশান্ত। ছেলেকে মারতে দেখে তিনি প্রতিবাদ করেন। তাই দুজনকেই জিপে তুলে থানায় নিয়ে যায় পুলিশ।

 

এ ব্যাপারে অভিযোগ করে প্রণব বলেন, ‘থানায় যেতে যেতে পুলিশ হুমকি দিয়ে বলে, বাপ-বেটাকে উচিত শিক্ষা দিতে হবে। থানায় নিয়ে আমাদের সঙ্গে খারাপ আচরণও করা হয়।’

 

সুভাষ ময়দানে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাবড়েকরের হেলিকপ্টার নামার কথা। সেখানকার দুটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে আসবেন বলে সে মাঠে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। মাঠের পাশের একটি জায়গায় প্রণবরা অনুশীলন করছিলেন। ১০-১২ বছর ধরেই এই মাঠে অনুশীলন করছেন তাঁরা।

 

অবশ্য এ ব্যাপারে পুলিশকেই দায়ী করেন প্রকাশ জাবড়েকর, ‘এ বিষয়ে আমি কিছুই জানতাম না। প্রণবের পরিবারের পাশে আমি আছি, ভবিষ্যতেও থাকব।’

সূত্র: এনটিভি