সেই দুই পেনাল্টি ভুলতে পারবে তো ইতালি!

কে ভেবেছিলো কাতার বিশ্বকাপেও থাকছে না ইতালি! কিছু দিন আগেও হয়তো এমনটা ভাবেনি কেউ। গোটা আসরে ঝলঝলে পারফরম্যান্স করে এইতো গত বছর জিতে নিল ইউরোপ সেরার মুকুট। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই মুদ্রার উলটা পিঠ দেখলো ইতালি।

মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিডোনিয়ার কাছে হেরে বাছাইয়েই বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে ইতালির।

২০১৮ বিশ্বকাপের পর আরও কাতার বিশ্বকাপেও দেখা যাবেনা ইতালিকে। তবে এমনটা হতো না, যদি না বাছাইয়ের গ্রুপ পর্বের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই পেনাল্টি মিস করে ড্র না করতো।

প্রথম ম্যাচে জর্জিনহোর শট ঠেকিয়ে দেয় সুইজারল্যান্ড গোলরক্ষক। আর পরের ম্যাচে জর্জিনহোর শট ছিল না লক্ষ্যে, বল চলে যায় ক্রসবারের উপর দিয়ে। এই দুই পেনাল্টি মিসে জয় পাওয়া হয়নি ইতালির। এই দুই ম্যাচ জিতলেই প্লে-অফের ফাঁদে পড়তে হতো না তাদের। সরাসরি জায়গা করে নিত বিশ্বকাপে।

মেসিডোনিয়ার কাছে অবিশ্বাস্য ভাবে হারের পর সেই দুই পেনাল্টি ব্যর্থতার কথাই বার বার মনে পড়ছে জর্জিনহোর। ম্যাচ শেষে এই মিডফিল্ডার বলেন,’সারা জীবন আমি সুইজারল্যান্ডের বিপক্ষে সেই পেনাল্টি নিয়ে ভাববো। এর উত্তর খুঁজে পাওয়া খুবই কঠিন। এটা চরম বেদনাদায়ক। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ