সেই তহরির স্কয়ারে শরীরে আগুন ধরিয়ে বিক্ষোভ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

মিশরের আলোচিত তহরির স্কয়ারে নিতজের শরীরে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখিয়েছে এক ব্যক্তি। সামজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ধারণ করা ভিডিওর মাধ্যমে ওই ব্যক্তি তার শরীরে আগুন ধরিয়ে দেয়। কায়রোর প্রাণকেন্দ্রে বিখ্যাত এই চত্বরে আজ এ ঘটনা ঘটেছে। আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে দেশটির নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে।

নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার সময় বিক্ষুব্ধ ব্যক্তিটি মিশরের ক্ষমতাসীনদের বিরুদ্ধে নানা ধরনের কথা বলেন। সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি আগুনের দৃশ্য প্রচারের সময় ওই ব্যক্তি বলছিলেন, আমার দেশ সমৃদ্ধ দেশ, সর্বোত্তম দেশ কিন্তু এটি চোরের হাতে রয়েছে। ক্ষমতাসীনদের উদ্দেশ্যে বলেন, এরা সব দুর্নীতিবাজ, সব চোর। এ বিষয়ে এখনও দেশটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তহরির স্কয়ার বেশ আলোচিত হয়েছিল ২০১১ সালে দেশটির দীর্ঘদিনের শাসক হোসনি মোবারক সরকারের বিরুদ্ধে বিক্ষোভের কারণে। সেই বিক্ষোভে পতন হয়েছিল হোসনি মোবারকের।

তবে, আজকে ঘটে যাওয়া ঘটনাটি আরেকটি স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। হোসনি মোবারকের পতন হয়েছিল তিউনিশিয়ায় শুরু হওয়া আরব বসন্তের রেশ ধরে মিশরে ছড়িয়ে পড়া বিক্ষোভের জেরে। আরব বসন্তের প্রভাবে গোটা মধ্যপ্রাচ্যের স্বৈরশাসকদের অধিকাংশের ক্ষমতা চলে গিয়েছিল সেই সময়ে। তিউনিশিয়ায় আরব বসন্তের সূত্রপাত হয়েছিল এক যুবকের শরীরে আগুন দেওয়োর মধ্য দিয়েই। বর্তমানে মিশরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সরকারের ভূমিকার বিরুদ্ধেও ব্যাপক জনরোষ রয়েছে। সে কারণে এ বিক্ষাভ ছড়িয়ে পড়ার আশঙ্কা সিসি সরকারের মধ্যে থাকা স্বাভাবিক। সূত্র: আল জাজিরা।

 

সূত্র: কালেরকন্ঠ