শনিবার , ৯ জুলাই ২০১৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সূত্রাপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

Paris
জুলাই ৯, ২০১৬ ৯:৪৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় রাজিব হাসান (৩০) নামে এক যুবলীগ নেতাকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। শুক্রবার রাতে সূত্রাপুরের ধোলাইপারের ৬, রোকনপুরের একটি রাস্তা থেকে গুলিবিদ্ধ লাশ পুলিশ উদ্ধার করে। তার পিঠে তিনটি গুলির চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা (ইনচার্জ) বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রাজীব হাসান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ অর্থসম্পাদক বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে গুলিবিদ্ধ রাজীব হাসানকে সেখানে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। রাজীবের মাথায় তিনটি গুলির ক্ষত চিহ্ন দেখা গেছে। জানা গেছে, রোকনপুরে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় রাজিবকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ওসি তপন সাহা জানান, কীভাবে কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায় নি। তার বাসা যাত্রাবাড়ী থানার ভাঙা প্রেস এলাকায়। তিনি যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের একটি পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এদিকে স্বজন সূত্রে জানা গেছে, রাজিব হাসান যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের অর্থ উপসম্পাদক ছিলেন। হত্যার কারণ জানা যায় নি।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - রাজনীতি