‘সুপারহিরো ছবি হাস্যকর, কখনই এসব পরিচালনা করবো না’

অনেকেই সুপারহিরো ছবি বলতে অজ্ঞান। সুপারহিরো ছবি মুক্তির প্রথম শোতেই দেখার জন্য হুড়োহুড়ি লেগে যায় দর্শকদের মধ্যে। বিশ্বজুড়ে এমন ছবি মুক্তি মানেই শত শত কোটি টাকার ব্যবসা। তবে এমন ছবি পছন্দই করেন না অস্কার জয়ী চিত্রনাট্যকার, প্রযোজক ও নির্মাতা জেন ক্যাম্পিয়ন। তিনি জানিয়েছেন, সুপারহিরো ছবি তার কাছে হাস্যকর মনে হয়।

কখনো এসব ছবি পরিচালনার প্রস্তাব পেলে করবেন কী না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘আমি এমন ছবিকে ঘৃণা করি। আমি কখনই এ ধরনের ছবি পরিচালনা করবো না।’

‘দ্য পিয়ানো’ ছবির জন্য পাম দর সম্মাননা পেয়েছিলেন জেন। একই ছবির মৌলিক চিত্রনাট্যের জন্য অস্কারও পেয়েছিলেন তিনি। জেন বলেন, ‘সুপারহিরো ছবির সবকিছু আমার কাছে যুক্তিহীন মনে হয় এবং একই সাথে তা হাস্যকরও। মাঝে মাঝে এমন ছবি দেখে আপনার হাসিও পেতে পারে। কিন্তু তাদের পোশাক-আশাক এমন অদ্ভুত হয় কেন আমি বুঝতে পারি না।’

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন