সুন্দরবনে ২০ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করেছে দস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকায় মাছ ধরার সময় জেলেদের অপহরণ করে দস্যুরা।

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে জেলেরা মাছ ধরার সময় তাঁদের বহরের ওপর হামলা চালায় দস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। দস্যুরা জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। এ ছাড়া জেলেদের নৌকায় থাকা বিপুল ইলিশ, মাছ ধরা জাল, মোবাইল ফোন ও জ্বালানি তেল লুটে নিয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান জানান, অপহরণের খবর পেয়ে কোস্টগার্ডের দুটি টহল দল উদ্ধার অভিযানে নেমেছে।

এর আগে গত সপ্তাহে একই এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যু সাগর বাহনী। ওই জেলেদের এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি বলে জানা গেছে।

সূত্র: এনটিভি