সুনামগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল ও জালভোট প্রদানসহ একাধিক অভিযোগ এনে সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী দেওয়ান সাজাউর রাজা সুমন ও স্বতন্ত্র প্রার্থী গণিউল সালাদীন।

বৃহস্পতিবার বিকেলে পৃথক সংবাদ সম্মেলন করে তারা ভোট বর্জনের ঘোষণা দেন। তবে অভিযোগের ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখতের সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

শহরের পুরাতন বাসস্টেশনের বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন বিএনপি নেতারা অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের প্রার্থী প্রশাসনের সহযোগিতায় আগে থেকে জালভোট দিয়ে বাক্স ভরে রেখেছে। এটা নির্বাচনের নামে তামাশা করেছে।’

তাদের দাবি, ‘রাতভর সরকার দলীয় নেতাকর্মীরা কেন্দ্রে গিয়ে ব্যালট পেপারে সিল মেরেছে। সাধারণ ভোটাররা ভোট দেওয়ার আগেই ব্যালট পেপার শেষ হয়ে গেছে। প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতায়  জনগণের ওপর যে জুলুম  চালিয়েছে তা ন্যক্কারজনক। এমন প্রহসনের নির্বাচন বর্জন করেছে পৌরবাসী।’

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারাপারসনের উপদেষ্টা ফজলুল হক আসপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, বিএনপি নেতা ওয়াকিফুর গিলমান প্রমুখ।

এদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী গণিউল সালাদীন তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বলেন, ‘সরকার দলীয় প্রার্থীর লোকজন প্রতিটা কেন্দ্র থেকে আমার নির্বাচনী এজেন্টদের বের করে দিয়েছে। বিশেষ করে কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর আরপিন নগর পৌর প্রাথমিক বিদ্যালয়ে সরকার দলীয় নেতাকর্মীরা  ভোটকেন্দ্রে ঢুকে নৌকা মার্কায় সিল মেরে। এভাবে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমি এই নির্বাচন বর্জন করছি।’ রাইজিংবিডি