সুদানে বিক্ষোভকারীদের ওপর গুলি, নিহত ৫

সুদানে সামরিক শাসনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনায় অন্তত পাঁচজন বিক্ষোভকারী নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সুদানের রাজধানী খার্তুম ও উম্মু দুরমান শহরে নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি চালালে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে হতাহতের ঘটনাটি ঘটে।

গত মাসে সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘটনায় হাজার হাজার গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী সুদানের রাস্তায় নেমে আসে। গণতন্ত্রপন্থীদের ওপর নির্মমভাবে গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সুদান ডক্টরস কমিটি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলি, কাঁদানে গ্যাসে পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে তাদের মধ্যে চারজনের দেহে গুলি লেগেছে এবং একজন কাঁদানে গ্যাসের ক্যানিস্টারের আঘাতে প্রাণ হারিয়েছেন। বহু মানুষ হামলায় আহত হয়েছে।

জানা গেছে, সুদানে সামরিক শাসনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে মোট ১৭ জনের প্রাণ গেল।

সুদান পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পুলিশকে টার্গেট করে হামলা চালানোর ঘটনায় মোট ৩৯ জন পুলিশ সদস্য আহত হয়েছে।

সামরিক অভ্যুত্থানের ঘটনায় বিশ্বজুড়েই সুদানের সামরিক বাহিনীর নিন্দা জানানো হচ্ছে। সামরিক অভ্যুত্থানের জন্য সুদানে সহায়তা দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংক।

 

সূত্রঃ কালের কণ্ঠ