সীমান্ত অতিক্রম করতে পারে ৫ লাখ আফগান : জাতিসংঘ

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) জানিয়েছে, আফগানিস্তানে সংঘাত এড়াতে দেশটির পাঁচ লাখেরও বেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে অন্য দেশে যেতে পারে। এ কারণে সংস্থাটি পার্শ্ববর্তী দেশগুলোকে সীমান্ত খোলা রাখতে আহ্বান জানিয়েছে। খবর আল-জাজিরার।

ডেপুটি ইউএন হাইকমিশনার ফর রিফিউজিস কেলি ক্লিমেন্টস জেনেভায় এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা ওই অঞ্চলে প্রায় পাঁচ লাখ শরণার্থীর জন্য প্রস্তুতি নিচ্ছি। সেখানে এখন খুব খারাপ পরিস্থিতি বিরাজ করছি। এই মুহূর্তে আমরা বাইরের দেশগুলোর দিকে আফগান নাগরিকদের বড় স্রোত দেখিনি। কিন্তু আফগানিস্তানের ভেতরকার পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। যেটি অনেকেই চিন্তাও করতে পারছেন না।’

উল্লেখ্য, গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। তালেবানের শাসনে নিজেদের জীবন হুমকির মুখে পড়তে পারে বলে বহু আফগান নাগরিক ইতোমধ্যে দেশ ছেড়েছেন। বহু আফগান নাগরিক যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সহায়তা আফগানিস্তান ছাড়তে পেরেছেন। কিন্তু যারা দেশ ছাড়তে চেয়েছেন কিন্তু পারেননি এমন বহু মানুষ স্থল সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে যেতে পারে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন