সীমান্তে হত্যা ও চোরাচালান বন্ধে জয়পুরহাটে বিজিবি-বিএসএফ বৈঠক

জয়পুরহাট প্রতিনিধি:

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ সীমান্ত অতিক্রম এবং সীমান্ত হত্যা বন্ধ করা নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১টা হতে দুপুর সোয়া ১২টা পর্যন্ত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২৮১/৪০এস নম্বর সীমান্ত পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

জয়পুরহাটের বিজিবি’র পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়।

বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন জয়পুরহাটের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক। এ সময় তার সাথে ছিলেন উপ-অধিনায়ক মেজর মাসরুর এস এ রুমী।

অপর দিকে ভারতীয় দলের নেতৃত্ব দেন ১৮৩ বিএসএফ কমান্ড্যান্ট এস এইচ. পিএনএস রেড্ডি। এ সময় তার সাথে ছয় জন কোম্পানি কমান্ডারসহ মোট ১১ জন বিএসএফ সদস্য উপস্থিত ছিলেন।

সৌজন্য বৈঠকে উভয় পক্ষ সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্ত এলাকার অমিমাংসিত বিষয়াদির দ্রুত সামধানে পরস্পর একমত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

স/অ