সিলেট-লন্ডন ফ্লাইট স্থায়ীভাবে চালু হবে: পররাষ্ট্রমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন কিছুদিনের মধ্যেই সিলেট-লন্ডন ফ্লাইট স্থায়ীভাবে চালু হবে।

লন্ডনের কেমডেন টাউনে মহারাণী রেস্টুরেন্টে এম নজরুল ইসলামের সম্মানে যুক্তরাজ্য যুবলীগ আয়োজিত এক সংবর্ধনায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিকায়ন করার জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বিমান বন্দরের কাজ প্রায় সম্পন্ন। এছাড়া আরো অনেক উন্নয়নমূলক কাজ পর্যায়ক্রমে সম্পন্ন হবে বলেও জানান তিনি।

যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধানবক্তা ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, উপদেষ্টা পরিষদের সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন খান, সহসভাপতি অধ্যাপক আবুল হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, সম্পাদক মন্ডলীর সদস্য মিসবাউর রহমান মিসবা, কাওসার আহমেদ ও খসরুজ্জামান খসরু।