সিরিয়ায় কারাগারে বিমান হামলায় নিহত ১৬

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের এক কারাগারে বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই হামলার সত্যতা নিশ্চিত করেছে।

 

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, বিমান হামলা শুরুর পর কারাগার থেকে পালানোর সময় রক্ষীদের গুলিতে কয়েকজন বন্দি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন কারারক্ষীও রয়েছেন।

 

ইদলিব বিদ্রোহীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। বিদ্রোহীরা ছাড়াও আহরার আল-শাম বা তাহরির আল-শামের মতো জঙ্গি সংগঠনও ইদলিবে শক্ত অবস্থানে রয়েছে। রাশিয়ারে সহযোগিতায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিমানবাহিনী ওইসব এলাকায় জঙ্গি দমনের নামে বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

 

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবের জনসংখ্যার একটা বড় অংশই শরণার্থী। তাদের বেশিরভাগই বিদ্রোহী নিয়ন্ত্রিত বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে এসে সেখানে আশ্রয় নিয়েছেন।

 

ইদলিবে যেমন মার্কিন সমর্থিত বিদ্রোহীরা রয়েছে, তেমনি রয়েছে তুর্কি সমর্থিত বিদ্রোহীরাও। সেখানে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদেরও শক্ত অবস্থান রয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন