সিরিজ জয়ে চোখ হাথুরুসিংহের

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

‘প্রথম ম্যাচ নিয়ে আমরা অবশ্যই ভাবছি। কিন্তু আমাদের মূল নজর তিন ওয়ানডে ম্যাচের সিরিজে। আমরা অনেকদিন পর নামছি এটা নেতিবাচক একটি দিক। কিন্তু আমরা এ রেশটা কাটিয়ে উঠতে চাচ্ছি। প্রথম ম্যাচটি আমাদের জন্য ভাইটাল। এমনকি প্রথম ঘন্টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের শুরুটা ভালো করতে হবে। প্রথম ম্যাচটি সহজে জিতে গেলে পরবর্তীতে সিরিজ সহজে জিতে যেতে পারব।’- মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কথা গুলো বলছিলেন জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথরুসিংহে।

 

রোববার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১০ মাস ১৪ দিন পর আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরছে টাইগাররা। কোচ জানালেন ব্যাটিং ও বোলিংয়ের থেকেও মাঠে মানসিক লড়াই বড় ভূমিকা রাখবে। কোচ বলেন, ‘আমরা আমাদের ব্যাটিং ও বোলিং নিয়ে উদ্বিগ্ন নই। মাঠে মানসিক লড়াই বড় ভূমিকা রাখবে। হোম গ্রাউন্ডে ঘরের দর্শকদের সামনে খেলা এমনিতেই কঠিন। আমরা দেশের শীর্ষ ২৫ ক্রিকেটারকে নিয়ে কিছুদিন আগে প্রস্তুতি ম্যাচ খেলেছি। আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।’

 

হাথুরুসিংহে আরও বলেন, ‘আমাদের জন্য সিরিজটি খুব গুরুত্বপূর্ণ। এমন না যে আমরা ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে সিরিজটি খেলছি। আফগানিস্তান শক্ত প্রতিপক্ষ। তারা বিশ্ব মঞ্চে একাধিকবার অঘটন ঘটিয়েছে। আমরা শেষ মুখোমুখিতে জিতলেও এ মুহুর্তে তাদেরকে হাল্কা করে নিচ্ছি না। আমরা বিশ্বের সেরা একটি দলের বিপক্ষে যেই প্রস্তুতি নেই তাদের বিপক্ষেও একই প্রস্তুতি নিয়েছি।’

সূত্র: রাইজিংবিডি