সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারী) র‌্যাবের এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-সিরাজগঞ্জের তাড়াশ থানাধীন তাড়াশ খাঁ পাড়া গ্রামের মো.নুর ইসলামের ছেলে মো.ফরিদুল ইসলাম(২৫),মো.নাজিম হোসেনের ছেলে মো.আজাদ মিয়া এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ থানাধীন গঙ্গারামপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে মো.নুর ইসলাম(৩২)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি দল বিকেল ৩টায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন, তাড়াশ পূর্বপাড়া গ্রামস্থ টিএনটি থেকে তাড়াশ বাজারে তল্লাশী চালিয়ে ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট  ও ১ টি মোবাইল উদ্ধার করা হয়।

অপরদিকে, সোমবার রাত ৯টায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন বাশুড়িয়া গ্রামে এক অভিযান পরিচালনা করে ২৪ বোতল ফেন্সিডিল ও ৩৮০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ টি মোবাইল  জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

স/জে