সিরাজগঞ্জের সলঙ্গায় মদসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের সলঙ্গায় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ০৪টায় সলঙ্গা থানার চৈত্রহাটি গ্রামের সুতাহাটি বাজার থেকে তাকে  আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. নুর হোসেন। তিনি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার শিমলা এলাকার মৃত কাদের আলীর ছেলে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সাড়ে ১১টায় র‌্যাব-১২ মিডিয়া অফিসার এম. রিফাত বিন আসাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপিতে বলা হয়, বুধবার বিকেলের দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর বিশেষ একটি দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চৈত্রহাটি গ্রামের সুতাহাটি বাজারের ২০০ গজ পূর্বে পুকুরের পার্শ্বে এক মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ২৯ লিটার দেশীয় চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল জব্দ করা হয়।

বিজ্ঞপিতে আরও বলা হয়, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ২৪(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।  এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

জি/আর