সিনহা হত্যা মামলা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সভা চলছে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির জরুরি সভা চলছে হিল ডাউন সার্কিট হাউসে।

তদন্ত কমিটির বর্ধিত মেয়াদ শেষ হবে সোমবার।পুনরায় তদন্ত কমিটি এক সপ্তাহের সময়ের আবেদন করবে বলে জানা গেছে।

মেজর সিনহা হত্যা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি সকাল ১১টা থেকে জরুরি সভায় বসেছে কক্সবাজার হিলটপ সার্কিটহাউজের সম্মেলন কক্ষে।

৩১ আগস্ট দ্বিতীয় দফায় তদন্ত কমিটিকে দেয়া সময় শেষ হয়ে যাচ্ছে। কমিটি এখনও মামলার অন্যতম আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের সাক্ষাৎকার গ্রহণ করতে পারেনি।

এ কারণে আগামী ৭ কর্মদিবসের জন্য সময়ের আবেদন করার কথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান।

 

সূত্রঃ যুগান্তর