সিটি লেভেল মালটিসেক্টরাল নিউট্রেশন কো- অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ ‘সিটি লেভেল মালটিসেক্টরাল নিউট্রেশন কো- অর্ডিনেশন কমিটি’ এর সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৯ মার্চ )দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন-কমিটির সভাপতি ও রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফএএম আঞ্জুমান আরা বেগম, কমিটির সদস্য ও কমিউনিটি ডেভলপমেন্টের উপদেষ্টা আরিফুল হক কুমার, চীফ কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মো. আজিজুর রহমান, জেলা প্রতিনিধি (নিউট্রেশন ইন্টারন্যাশনাল) নাজমুল হক, বিশ্স্বাবস্থ্য সংস্থার ডা: নুরুল ইসলাম, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার বেগম জরিনা রেশমা, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার আব্দুল কাইয়ুম মন্ডল, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সহ-সেক্রেটারী মো. জুলফিকার আলী।

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন নিউট্রেশন কনসালটেন্ট শামসুন নাহার।

স/জে