সিংড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলামের মৃত্যু বার্ষিকী ৮ই মার্চ

সিংড়া প্রতিনিধি:
সিংড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক এমপি মরহুম আশরাফুল ইসলামের ২৮তম মৃত্যু বার্ষিকী ৮ই মার্চ শুক্রবার।

মরহুম আশরাফুল ইসলাম বৃহত্তর রাজশাহী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, নাটোর জেলা আ’লীগের সভাপতি ও সিংড়া উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিব নগর প্রশাসনে জোনাল এড মিনিষ্ট্রেটিভ কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। মরহুম আশরাফুল ইসলাম ১৯৭০ সালে আওয়ামীলীগের মনোনয়নে তৎকালীর প্রাদেশিক পরিষদে এবং ১৯৭৩ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু বাকশাল গঠন করলে আশরাফুল ইসলাম নাটোর জেলা বাকশালের সম্পাদক নির্বাচিত হন। পরে ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হলে তিনি দীর্ঘ ৩ বছর ৩ মাস বিনা বিচারে কারা ভোগ করেন।

এছাড়া আইয়ুব বিরোধী আন্দোলনেও তিনি কারা বরণ করেন। তিনি নাটোর প্রেসক্লাবের সভাপতি ও সিংড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সে সময়ে চলনবিলের অভূতপূর্ণ উন্নয়ন করেন।

শুক্রবার বাদ আছর সিংড়া দমদমা আল জামেয়াতুল মাদ্রাসা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

স/অ