সিংড়ায় সরকারি কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা

সিংড়া প্রতিনিধি:
সরকারি সেবা সমূহে দলিত ও আদিবাসীদের অন্তর্ভূক্তি নিশ্চিত করণের লক্ষ্যে নাটোরের সিংড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস হলরুমে এনএনএমসি ফাউন্ডেশনের সহযোগিতায় এই মতবিনিময় সভার আয়োজন করে সিংড়া উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।

সিংড়া উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম এর সভাপতি ডেইজি আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মঈনুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনহার হোসেন, জাতীয় অদিবাসী কল্যাণ পরিষদ সিংড়া উপজেলার সভাপতি উপেন্দ্রনাথ, প্রোগ্রাম অফিসার শফিকুল ইসলাম, উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম এর সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র সরকার, প্রচার সম্পাদক রঘুনাথ এক্কা প্রমূখ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো অদিবাসীদের উদ্দ্যেশে বলেন, নিজের পায়ে নিজেকেই দাঁড়াতে হবে। নিজেদের অধিকার আদায়ে নিজেকে সচেষ্ট থাকতে হবে। তবে আপনাদের যেটা পাওয়া ন্যায্য সেটা অবশ্যই পাবেন।

স/অ