সিংড়ায় বিশ্ব পরিযায়ী পাখি দিবসে মানববন্ধন

সিংড়া প্রতিনিধি:
‘পাখি রক্ষায় একটাই পণ, বন্ধ করি প্লাষ্টিক দূষণ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের সিংড়ায় বিশ্ব পরিযায়ী পাখি দিবসে বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট রোকনুজ্জামান খান মামুন, উপজেলা নির্বাচন অফিসার সাইফুল আলম, বিবিসিএফ এর কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ড. জাকিয়া পারভীন, পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি (পিকেএসএস) এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, সাংবাদিক শারফুল ইসলাম খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আমজাদ হোসেন, পরিবেশ কর্মী প্রভাষক হারুন অর রশিদ, মহসিন আলম, প্রভাষক হাসিবুল হাসান, মানবাধিকার কর্মী আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ ফেরদৌস আলম ফিরোজ, সাংবাদিক আব্দুর রশিদ, আরিফ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা চলনবিলের অতিথি পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

স/শা