সিংড়ায় ফ্রি চক্ষু শিবির ও সানী অপারেশন ক্যাম্প

সিংড়া প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ফ্রি চক্ষু শিবির ও সানী অপারেশন ক্যাম্প-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে উপজেলার ৭ শতাধিক হত দরিদ্র ও অসহায় রোগীদের ফ্রি চক্ষু চিকিৎসা ও সানী অপারেশন এর রোগী বাছাই করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফ্যাকো সার্জন ডাঃ মোঃ নাইমুল হক সহ বিশেষজ্ঞ ডাক্তারগণ এই চিকিৎসা সেবা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক (অবঃ) ডাঃ মহিবুল হাসান, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, আরাফাতি হাজী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা এ্যাড. হারুন অর রশিদ, বর্তমান সভাপতি অধ্যাপক মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মহসিন আলম, আলহাজ্ব এসএম সানোয়ার হোসেন প্রমূখ।

স/অ