সিংড়ায় ঝুলন্ত ফাঁদে ক্ষীপেচাঁ, আহত পাখি নিয়ে হাসপাতালে পরিবেশকর্মীরা


সিংড়া প্রতিনিধি:
রোববার নাটোরের সিংড়ার ছোট চৌগ্রামে কবুতর এর একটি পরিত্যাক্ত ঘরে ঘুঘু পাখির ছানা খেতে গিয়ে কারেন্ট জালে ঝুলে থাকা লক্ষীপেঁচা উদ্ধার করেছেন স্থানীয় পরিবেশ কর্মীরা। অতপর সেই আহত পেঁচা পাখিটিকে নিয়ে উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, উপজেলার ছোট চৌগ্রামের কৃষক সাজ্জাদ হোসেনের মাটির ঘরের দোতলায় দীর্ঘদিন ধরে দুটি লক্ষীপেঁচা বসবাস করে আসছিল। শনিবার রাতে একটি পেঁচা পাশের মেহেদী হাসানের বাড়ির দোতলায় পরিত্যাক্ত কবুতর ঘরে ঘুঘু পাখির ছানা থেকে গিয়ে সারারাত কারেন্ট জালে আটকে ঝুলে থাকে। খবর পেয়ে পেঁচাটিকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ্য হলে পুনরায় আগের জায়গায় অবমুক্ত করা হবে।

রাজশাহী বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, পেঁচা পাখি মূলত নিশাচর ও মাংশাসি। এরা রাতের আধাঁরে বিশেষ করে ইদুর, সাপ, ব্যাঙ ও ক্ষতিকর পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। হয়তো রাতের আধাঁরে খাদ্যের খোঁজে গিয়ে জালে আটকা পড়েছিল।