সাপাহারে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে তিলনা মোড় উপজেলা চেয়ারম্যান এর বাড়ির সামনেই সামান্য বৃষ্টি হলেই রাস্তায় প্রায় ১ফিট উচ্চতার জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তাার ধারে ড্রেন থাকলেও সেখানে জমে থাকা ময়লা আবর্জনায় ড্রেনের বেহাল দশায় পরিণত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ১৫/২০মিনিট বৃষ্টি হওয়ায় রাস্তাার প্রায় ১ফিট উচ্চতার জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক, বিশেষ করে মটরসাইকেল ও পথচারীদের। আবার কোন কোন দোকানের মধ্যেও পানি ঢুকতে দেখা দেছে।

নাম প্রকাশে অনচ্ছুক একাধিক দোকানদার অভিযোগ করে বলেন ড্রেন পরিষ্কার ও খানা খন্দেভরা রাস্তাটি সংস্কার এবং জলাবদ্ধতার পানি নিস্কাশনের জন্য এ পর্যন্ত কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই।

এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার ভুক্তভুগি জনগণ।

এবিষয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন এর সাথে কথা হলে তিনি জানান-চারিদিকে নতুন করে অনেক বাড়ি হয়েছে এবং রাস্তাটি হয়ে গেছে নিচু,বিভিন্ন বাসা-বাড়ির পানি এসে রাস্তায় জমা হয়। এখানে যে ড্রেনটি রয়েছে সেটি আরো বড় আকারে করতে হবে এবং রাস্তাটাও উচু করতে হবে। ইতোমধ্যে উপজেলা প্রকৌশলীকে বিষয়টি নিয়ে কথা বলেছি এবং এর সমাধনের চেষ্টা করছি বলেও তিনি জানান।

স/অ