সাপাহারে সরস্বতী পূজা পালন


সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে উৎসব মূখর পরিবেশে বিদ্যার দেবী সরস্বতী পূজা পালিত হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলার বিভিন্ন বাসা বাড়ি ও মন্দির সহ প্রায়  ‍দুইশত স্থায়ী ও অস্থায়ী মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়।

পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নানা বয়সের নারী-পুরুষ ও ছাত্র-ছাত্রীরা।
এসময় ভিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার, সহকারী পুলিশ সুপারের সহধর্মীনী ঈশিতা সরকার।

আরো উপস্থিত ছিলেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মন্মথ সাহা,পরিমল রায়,অনিল পাল,স্বপন পাল প্রমুখ।
বিভিন্ন পাড়া-মহল্লা, বাড়িতে আয়োজন থাকলেও করোনার কারণে এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়নি।
তবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সরস্বতী দেবীর কাছে তাদের প্রার্থনা-করোনামুক্ত প্রাণচাঞ্চল্য মুখর শিক্ষাঙ্গনের।

এএইচ/এস