সাপাহারে মানবধিকার প্রতিষ্ঠায় নাগরিক জোটের সভা

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ইউনিয়ন সিএসসি এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারীর অধিকার ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে উপজেলা নাগরিক জোট সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ও নেটজ্ বাংলাদেশের অর্থায়ানে ও কারিগরি সহযোগীতায় এবং বে-সরকারী সংগঠন ডাসকো ফাউন্ডেশন এর ব্যাবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাপাহার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা নাগরিক জোটের সদস্য সাংবাদিক তছলিম উদ্দীন। উক্ত সভায় নারী অধিকার সুরক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষে নাগরীক জোট গঠনের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনিত এমপি প্রার্থী মঙ্গল কিস্কু,সংস্থার সুপার ভাইজার ভানু রানী রায়, সাংবাদিক প্রদীপ সাহা প্রমুখ।

ঘন্টাব্যাপী আলোচনায় সংস্থার পক্ষে ১৫জন ট্রেনিংপ্রাপ্ত নাগরীক জোটের সিএসও এবং সিএসসি এলায়েন্সগণ স্থানীয় গণ্যমান্য ও শিক্ষক মন্ডলী সহ সুধীজন উপস্থিত ছিলেন।
স/শ