সাপাহারে ভ্রাম্যমানে ২টি ক্লিনিকসহ ৩টি প্রতিষ্ঠানে জরিমানা


সাপাহার প্রতিনিধি:
নওগাঁ সাপাহারে ভ্রাম্যমানে ২টি ক্লিনিকসহ ৩টি প্রতিষ্ঠানের ৬০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সাপাহার নজিপুর রোড আনিছুর মঞ্জিলে অবস্থিত রয়েল ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও মন্ডল মোড় গালর্স স্কুল রোডে নিউ ইসলামিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সার্বক্ষনিক ডাক্তার নার্স না থাকা, রোগী ভর্তির সময় অঙ্গিকার নামায় সই করানো ও ২০২২/২৩ সালের লাইসেন্স নবায়ন না থাকায়

মঙ্গলবার দুপুর ১২টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

ভ্রাম্যমানে রয়েল ক্লিনিকের মালিক আইয়ুব আলী(২৬) এর ৩০ হাজার টাকা, নিউ ইসলামিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার সেলিম রেজা (২৬) এর ২০ হাজার টাকা এবং আইসক্রিম কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ ও দূষিত কেমিক্যাল ব্যবহার করার অপরাধে উপজেলার দিঘিরহাট ভাই ভাই সুপার আইসক্রীম এর স্বর্তাধিকারী মিজানুর রহমানের ১০ হাজার টাকা সহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন, সাপাহার থানা পুলিশের উপ-পরিদর্শক জিন্নাতুল ইসলাম ও স্যানেটারী ইন্সপেক্টর শওকত আলী।