সাপাহারে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত

সাপাহার প্রতিনিধি:

উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ রয়েছে কি না এ বিষয় নিয়ে নওগাাঁর সাপাহারে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দুদকের আয়োজনে ও উপজেলা প্রশাসন এর সহযোগীতায় বুধবার সকাল ১০টায় উপজেলা হলরুমে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা প্রশাসক মো: মিজানুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মো: মোজাম্মেল হক খান।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় এর পরিচালক (প্রতিরোধ) মোহাম্মাদ মনিরুজ্জামান, নওগাঁর পুলিশ সুপার মো: ইকবাল হোসেন পিপিএম, দুদক রাজশাহীর পরিচালক মোহাম্মাদ মোরশেদ আলম, উপ- পরিচালক বেনজীর আহম্মদ, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল হক মাস্টার প্রমূখ।

এসময় উপজেলার প্রতিটি দপ্তরের কর্মকর্তা/কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স/অ