সাপাহারে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

সাপাহার প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে ফোন কনফারেন্স এর মাধ্যমে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় এর উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার। উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে জিরো পয়েন্টে স্বাধীনতার মুক্ত মঞ্চে এ মেলা শুরু হয়।

মেলায় ঔষধীসহ বিভিন্ন প্রকার দেশী বিদেশী গাছের সমাহারে প্রায় ৪০/৪৫ টি গাছের স্টল স্থান পায়।

এ সময় বক্তব্য প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা এ.এফ.এম. গোলাম ফারুক হোসেন, জেলা পরিষদ সদস্য মন্মথ সাহা, মোসাঃ ফাইমা পারভীন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য সন্তোষ কুমার কুন্ডু, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, সাপাহার মডেল সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, সৃষ্টি একাডেমির প্রধান শিক্ষিকা ইসফাত জেরিন মিনা প্রমুখ।

স/শা