সাপাহারে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন

সাপাহার প্রতিনিধিঃ
“উন্নত স্যানিটেশন সূস্থ্য জীবন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় স্যানিটেশন মাস উদ্‌যাপন করা হয়েছে। বে-সরকারী সংস্থা আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশ সাপাহার শাখার উদ্যোগে দিবসটি পালন করা হয়।

 

দিবসটি পালনে রোববার বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে অফিস কক্ষে স্যানিটেশনের তৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

প্রকল্প সমন্বয়কারী বেলাল উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসের তৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন সহ সমন্বয়কারী আই জি এ সুলতান মাহমুদ, ট্রেনিং এন্ড ওমেন জয়ন্তি রানী, মনছুর আলী, সাপাহার প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন, প্রদীপ সাহা, গোলাপ খন্দকার প্রমুখ।

 

অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন এলাকার প্রায় ৫শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

স/শ