সাপাহারে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা থেকে ডাক্তার, অতঃপর গ্রেফতার

সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলায় আব্দুল করিম (৫০) নামের একজন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী ৫০ হাজার টাকা জরিমানা করেন।

জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে নবীন মেডিকেল ষ্টোরে লিভার, কিডনি, জন্ডিস, যৌনসহ জটিল রোগের চিকিৎসা দিয়ে হাজার হাজার টাকা নিচ্ছে ভূয়া ডাক্তার আব্দুল করিম।

আব্দুল করিম নিশ্চিন্তপুর মাইপুর গ্রামের মৃত ছোবহান মন্ডলের ছেলে এবং নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী।

গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুহুল আমিন ভূয়া ডাক্তার আব্দুল করিমকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আব্দুল করিমকে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এমন কাজ করবেনা মর্মে মুছলেকা নিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে বুধবার দুপুরে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।

স/স্ব