সান্তাহার-রহনপুর রেলপথ ও উত্তরের সেচ প্রকল্প নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক:


সান্তাহার-রহনপুর রেলপথ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় নগরীর সাহেববাজার জিরোটপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

আরো পড়ুান:- সান্তাহার-রহনপুর প্রকল্প

৯৯ কিলোমিটার রেলপথ স্থাপন হয়নি শত বছরেও

মানববন্ধন থেকে- বাংলাদেশ রেলওয়ের অধীনে সান্তাহার-রহনপুর রেলপথ প্রকল্প বাস্তবায়ন ও প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প নিয়ে ষড়যন্ত্র বন্ধ কর, অবিলম্বে এই দুইটি প্রকল্প জনস্বার্থে বাস্তবায়নের দাবি জানানো হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন, অ্যাডভোকেট এমদাদুল হক বাবু, সংগঠনের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাত খান, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ।

স/আ