সান্তাহারে ৩২’শ কর্মহীন মানুষের পাশে তৃপ্তি

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়ন এলাকায় কর্মহীন হয়ে পড়া ২হাজার গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও ১২’শ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী নাহিদ সুলতানা তৃপ্তি। বুধবার সকাল ১০টায় উপজেলার ছাতনী-ঢেকড়া উচ্চ বিদ্যালয় মাঠে তিনি ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

দুই হাজার মানুষের জন্য প্রস্তুত করা এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, ছোলা বুট, তেল, লবন ও আলু। খাদ্য সমাগ্রী বিতরণে তাকে সহযোগীতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ মোস্তফা কামাল বাবু।

ব্যবসায়ী নাহিদ সুলতানা তৃপ্তি জানান, সান্তাহার ইউনিয়ন এলাকায় কর্মহীন হয়ে পড়া ২হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ১২শ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছি। লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষরা ঘরে থাকায় অনেক কষ্টে দিনপার করছেন। চেষ্টা করছি অর্ধহারে, অনাহারে থাকা মানুষরা অন্তত একবেলা যাতে পরিবারের সবাইকে নিয়ে পেট ভরে খেতে পারে। এজন্য আমার প্রস্তুতি হিসেবে ২হাজার মানুষের তালিকা করে খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিয়েছি।

স/অ