সান্তাহারে সড়ক দুর্ঘটনায় আহত ৫

আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল-চার্জার ভ্যান মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে সান্তাহার পৌর শহরের মায়া বিড়ির গোডাউনের সামনে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নওগাঁর পশ্চিম ঢাকা রোড তিনমাথা মোড়ের দিক থেকে চার্জারভ্যান নিয়ে রানীনগর বড়বড়িয়া এলাকার চালক বিদ্যুৎ হোসেন তার আত্মীয়দের নিয়ে বাড়ি ফিরছিলেন।

এসময় বিপরিত দিক থেকে একটি মোটরসাইকেলযোগে (জিক্সার)  দ্রুত গতিতে আসছিলেন সান্তাহার পৌর শহরের পাথরকুটা গ্রামের আল আমিন নামের এক যুবক। তার গাড়িতে ছিলো আরো ২ বন্ধু। এসময় তারা মায়া বিড়ির গোডাউনের সামনে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। স্থানীয়রা আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির এএসআই আজিমুল হক জানান, খবর পেয়েই ঘটনাস্থলে আসি। এরপর মোটরসাইকেল ও ভ্যান উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।