সান্তাহারে মাস্ক না পরায় তিন ব্যবসায়ীকে জরিমানা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সান্তাহার পৌর শহরে মাস্ক না পরায় তিন ব্যবসায়ীর ৯০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার(১৮ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। অভিযানের সময় সান্তাহার স্টেশন রোড এলাকায় মাস্ক না পরায় তিন ব্যবসায়ীকে তিন’শ টাকা করে মোট ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএ/এফ